জাতীয় পরামর্শ সভা আহ্বানের দাবি জাসদের

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা পরিস্থিতিতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে নিয়ে পরামর্শ সভা আয়োজনের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিগগিরই এ সভা ডাকার আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, বৈশ্বিক মহামারি করোনা বাংলাদেশের জন্যও জাতীয় দুর্যোগের ঝুঁকি তৈরি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী-জনপ্রশাসন-পুলিশ-সশস্ত্র বাহিনী-জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় দিনরাত কাজ করে যাচ্ছেন। এ অবস্থায় জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক দুর্যোগ মোকাবিলায় রাজনৈতিক নেতা, চিকিৎসক, অর্থনীতিবিদ, প্রশাসন পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তি, সম্পাদক পরিষদসহ শীর্ষ সাংবাদিকদের পরামর্শ নেওয়ার জন্য জাতীয় পরামর্শ সভা আয়োজনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। জাসদের পক্ষ থেকে বলা হয়, মহামারি বা দুর্যোগ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোও দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করে সরকারের পাশে দাঁড়ায়। সবাই মিলে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করলে মহামারি বা দুর্যোগ মোকাবিলা সহজ হয়।