করোনা থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৪ লাখেরও বেশি মানুষ

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত বিশ্বব্যাপী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ১২ হাজার ১০২ জন। রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ১৭ লাখ ৯৬ হাজার ৪৮৫ জনের মধ্যে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত ৪ লাখ ১২ হাজার ১০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে চীনে ৭৭ হাজার ৫৭৫ জন, স্পেনে ৬২ হাজার ৩৯১ জন, জার্মানি ৫৭ হাজার ৪০০ জন, ইরান ৪৩ হাজার ৮৯৪ জন, ৩২ হাজার ৫৩৪ জন, যুক্তরাষ্ট্র ৩০ হাজার ৫২৩ জন, ফ্রান্সে ২৬ হাজার ৩৯১ জনসহ বিশ্বের ১৮৩ দেশে মোট ৪ লাখ ১২ হাজার ১০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম। করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।