বলিউডে গান করে শিল্পীরা টাকা পান না : নেহা

0

লোকসমাজ ডেস্ক॥ বলিউডের সিনেমায় একের পর এক হিট গান গেয়েছেন তিনি। পেয়েছেন জনপ্রিয়তা, খ্যাতি ও অর্থ। কিছুদিন আগেই মধ্যবিত্তের বাসা ছেড়ে বিলাসবহুল বাসায় উঠেছেন গায়িকা নেহা কাক্কার। তবুও তিনি বলছেন বলিউডে গান গেয়ে নাকি তার পকেটে এক টাকাও ঢোকে না। ‘আঁখ মারে’, ‘দিলবার’, ‘কালা চশমা’ ইত্যাদি জনপ্রিয় গানের গায়িকা জানান, শুধু তিনিই নন এই ইন্ডাস্ট্রিতে নাকি গায়ক-গায়িকাদের পারিশ্রমিক নেহাতই সামান্য। তারা নায্য টাকা পান না। এক সংবাদ সংস্থাকে নেহা বলেন, ‘আমরা গান গেয়ে পয়সা পাই না। যারা আমাদের দিয়ে গান গাওয়ান, তারা ভাবেন যদি গান হিট হয়, তবে লাইভ শো করেই আমরা পয়সা রোজগার করতে পারব।’ লাইভ কনসার্ট, লাইভ শো করে রোজগার যে খারাপ হয় না, সে কথা অকপটেই শেয়ার করে নিয়েছেন নেহা। কিন্তু এত কম পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে ক্ষুব্ধও তিনি। বলিউডে এ প্রজন্মের ব্যস্ততম গায়িকাদের মধ্যে নেহার নাম প্রথম সারিতে। ইন্ডিয়ান আইডলে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে আজ তিনি সেই শোরই বিচারক।