বেনাপোলে অভিনব কায়দায় ফেনসিডিলের রমরমা ব্যবসা

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ প্রাণঘাতী করোনার ভয়াবহতায়ও থেমে নেই বেনাপোল ও শার্শা সীমান্তের মাদক ব্যবসায়ীরা। অভিনব কায়দায় তারা ফেনসিডিলেন রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। শনিবার শার্শার গোগা সীমান্ত থেকে ৪৯ বোতল ফেনসিডিলসহ প্রেস লেখা ও জাতীয় পতাকা আঁকা একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। শামীম হোসেন নয়ন নামে এক মাদক ব্যবসায়ী বিজিবি দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় বলে বিজিবি জানায়। শনিবার রাতে শার্শার গোগা সীমান্ত থেকে একটি পালসার মোটরসাইকেলের ট্যাংকির মধ্য থেকে অভিনব কায়দায় রাখা ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।
২১ বিজিবি গোগা ক্যাম্পের সুবেদার জাকির হোসেন বলেন, গোগা মফিজুরের বাড়ি থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় মোটরসাইকেলের মালিক বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে নয়নকে পলাতক আসামি দেখিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে বিজিবি জানায়। এ ব্যাপারে জানতে চাইলে গোগা ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক হোসেন বলেন, ‘বিজিবি তার উপস্থিতিতে গাড়িটি খুলে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গাড়ি ও ফেনসিডিল গোগা বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে’। এলাকাবাসীর দাবি, করোনায় প্রকোপে এভাবে ভারত থেকে ফেনসিডিল আসতে থাকলে পাচারকারিদের সংস্পর্শে করোনার প্রভাব বেড়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। ইদানিং বেনাপোলে মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেলে প্রেস লেখা স্টিকার সাটিয়ে প্রশাসনের নাকের ডগায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতনমহল।