শার্শায় ৬ প্রতিষ্ঠান মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় সরকারি আদেশ অমান্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ১শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শার্শা উপজেলার ধলদাহ, চটকাপোতা, রামপুর, জামতলা, বালুণ্ডা, শিকড়ি বটতলা ও বারোপোতায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। এ সময় শার্শা কালিয়ানীর সাহেব আলীকে ১ হাজার টাকা, চটকাপোতার রফিকুল ইসলামকে ৫শ টাকা, রামপুরের রাসেল মোড়লকে ৫শ টাকা, বালুন্ডার আলিবুদ্দীনকে ১ হাজার টাকা, বেনাপোলের শিকড়ির আব্দুস ছালামকে ১শ টাকা ও ছোট আঁচড়ার আব্দুল আলিমকে ১ হাজার টাকাসহ ৬ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার ১শ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করে জনসমাগম করে দোকানপাট খোলা রেখে বেচাকেনা করার দায়ে এবং অকারণে রাস্তায় ঘোরাফেরা করায় তাদেরকে এ জরিমানা করা হয়েছে।