যশোরের শেখহাটি থেকে গাঁজাসহ একজন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শেখহাটি কালীতলা থেকে গত শনিবার রাতে গাঁজাসহ তপন হালদার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত নিমাই হালদারের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সদরের তালবাড়িয়া ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে শেখহাটি কালীতলায় অভিযান চালান। এ সময় সেখান থেকে আটক করেন তপন হালদারকে। পরে তার কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।