একদিনে ১৩৯ নতুন রোগী, মৃত্যু আরও চারজনের

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে এক দিনেই ১৩৯ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ৬২১ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ জন। গত এক দিনে একজন চিকিৎসকসহ আরও তিনজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফোরা রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যুক্ত হয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনাও উপস্থিত ছিলেন ব্রিফিংয়ে। তিনি জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীা করা হয়েছে ১৩৪০টি নমুনা।