যশোরে ত্রাণ দিলেন সংসদ সদস্য নাবিল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ রবিবার দুপুরে যশোর শহরের দুই স্থানে হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন। দুপুর দেড়টার দিকে শহরের মুসলিম একাডেমি স্কুল মাঠে এক শ জন, এরপর শহরের গোড়াপাড়া এলাকায় দুই শ মানুষের কাছে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। এদিকে, বিকেলে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া বাজারে আরও এক শ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। খাদ্যসামগ্রী বিতরণকালে এমপি কাজী নাবিল আহমেদের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি মেহেদী হাসান মিন্টু, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, পৌর কাউন্সিলর মকশিমুল বারী অপু, পৌর কাউন্সিলর সন্তোষ দত্ত, ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, যুবলীগে নেতা মঈনুদ্দিন মিঠু, লুৎফুল কবীর বিজু, ছাত্রলীগ নেতা সাঈদ সরদার, ইমরান হোসেন, বিপ্লব দে শান্ত প্রমুখ।
ছাত্রলীগ নেতা বিপ্লব দে শান্ত জানান, বিকেলে এমপি কাজী নাবিল আহমেদ যশোর সদরের আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া বাজারে হতদরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন।  প্রসঙ্গত, এর আগে যশোর পৌরসভা এলাকা এবং যশোর সদরের ১৫টি ইউনিয়নে করোনা সংকটে পড়া পরিবারগুলোর মাঝে এমপি নাবিল আহমেদের পে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতারা খাদ্য সহায়তা পৌঁছে দেন।