মোংলা বন্দরে কর্মহীন ২৮শ শ্রমিক পেলেন ত্রাণ সহায়তা

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলা বন্দরের কর্মহীন ২৮শ শ্রমিক ত্রাণ সহায়তা পেয়েছেন। রবিবার বিকেলে শ্রমিক সংঘ কার্যালয়ে এ ত্রাণ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মোংলা বন্দরে জাহাজ আগমন কমে যাওয়ায় এখানে ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে কর্মরত প্রায় তিন হাজার শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। জানা গেছে, করোনাভাইরাসের আগে এখানে কর্মরত প্রায় তিন হাজার শ্রমিক ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে জাহাজ ও জেটিতে পণ্য বোঝাই খালাস কাজ করে আসছিলেন। সে সময় মোংলা বন্দরে প্রতিদিন গড়ে ১৫/১৬টি জাহাজের অবস্থান থাকতো। সেই সাথে বন্দর জেটিতেও কিছু পণ্য ওঠানামা করতো। কিন্তু সাম্প্রতিককালে করোনার প্রভাবে এ বন্দরে এখন গড়ে প্রতিদিন ১০/১১টি জাহাজের অবস্থান থাকছে। পাশাপাশি কমে যায় বন্দর জেটির অভ্যন্তরের অনেক কাজ। এতে অনেকটা বেকার হয়ে পড়ে শ্রমিকরা। মোংলা বন্দর ব্যবহারকারী ও শ্রমিক ঠিকাদারদের প্রতিষ্ঠান মোংলা বন্দর বার্থ অ্যান্ড শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একে আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত জানান, সামাজিক মূল্যবোধ ও মানবিক কারণে ২৮শ শ্রমিকের মাঝে রবিবার বিকেলে তাদের পরিবারকে সহায়তা হিসেবে ত্রাণের এ বিশেষ প্যাকেজ তুলে দেওয়া হয়। এ বিশেষ প্যাকেজের মধ্যে রয়েছে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।