যশোরের বাগডাঙ্গায় সরকারি জমিদখল করে পুকুর খননের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের পুকুর পাড়ায় সরকারি রাস্তার জমি দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে। ১ কিলোমিটার রাস্তার মধ্যবর্তী স্থানের ৭০ ফুট জমি বেদখল হওয়ার কারণে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারেন না বলে স্থানীয়রা জানিয়েছেন। গ্রামবাসী রাস্তাটি দখলমুক্ত করে সংস্কারের দাবিতে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দফতরে লিখিত আবেদন করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, বাগডাঙ্গা গ্রামের পুকুর পাড়ার আব্দুস ছালাম চাকলাদারের বাড়ির পাশ থেকে ১ কিলোমিটারের ওই রাস্তাটি মাঠের মধ্য দিয়ে যোগ হয়েছে দৌগাছিয়া আহসান নগর গ্রামের প্রধান রাস্তার সাথে। কিন্তু গ্রামের এক ব্যক্তি প্রভাব খাটিয়ে রাস্তার জমি দখল করে পুকুর খনন করায় মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের লোকজন অন্য রাস্তা দিয়ে ঘুরে যাতায়াত করছে। গ্রামবাসীর দাবি, রাস্তাটি দখলমুক্ত ও সংস্কার করা হলে তারা সহজেই মাঠের ফসল ঘরে তুলতে পারবেন। এছাড়া চলাচলেও তাদের সুবিধা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই রাস্তাটি সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন তারা। এই বিষয়ে চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরাজ জানান, রাস্তাটি দখলমুক্ত ও সংস্কারের বিষয়ে তিনি চেয়ারম্যানের সাথে আলাপ করবেন।