মনিরামপুরে দুইটি ট্রাক থেকে ৬১ জনকে আটকের পর হোম কোয়ারেন্টাইনে ব্যবস্থা

0

এস.এম.মজনুর রহমান,মনিরামপুর(যশোর)॥ করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কুমিল্লা ও মানিকগঞ্জ থেকে নারী-শিশুসহ ৬১ জন ভাটা শ্রমিক দুইটি ট্রাকে করে(ত্রিপলের নিচে) পালিয়ে আসার সময় রোববার দুপুরে যশোরের মনিরামপুরে ভ্রাম্যমান আদালত তাদেরকে আটক করে। পরে তাদেরকে প্রশাসনের উদ্যোগে তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা নিশ্চিত করা হয়। সাতক্ষীরার শ্যামনগর এবং খুলনার পাইকগাছা থেকে এরা কয়েকমাস আগে কুমিল্লা ও মানিকগঞ্জের ভাটায় কাজ করতে গিয়ে আটকা পড়েন। তারা ট্রাকে করে রোববার নিজ নিজ বাড়িতে ফিরছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদার জানান, রোববার দুপুরে মনিরামপুর পৌরশহরের গরুহাট মোড়ে ত্রিপল দিয়েঢাকা দুইটি ট্রাক দেখে সন্দেহ হয়। এ সময় ওই ট্রাক দুুইটিকে সেনাসহ আইশৃংখলা বাহিনীর সদস্যরা আটক করে। ত্রিপল খুলে দেখা যায় ট্রাকের ভেতরে অসংখ্য নারীপুরুষ রয়েছে। পরে ট্রাক দুইটিকে মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে যাওয়া হয়। কুমিল্লা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ট-১৪-৬০০৩) ট্রাকের এক যাত্রী জানান, ছয় মাস আগে তারা শ্যামনগর থেকে ৩২ জন কুমিল্লা সদরের আমড়াতলীতে একটি ইটভাটায় কাজে যান। হঠাৎ করে যানবাহন বন্ধ হওয়ায় তারা সেখানে আটকা পড়েন। পরে শনিবার অতিরিক্ত টাকায় ট্রাক ভাড়া করে সাতীরার শ্যামনগরে ফিরছিলেন। অপর ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১২-৫১৫৫) এক যাত্রী জানান, তারা ২৯ জন অনুরূপভাবে কাজের জন্য কয়েকমাস আগে পাইকগাছা থেকে ঢাকা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি ইটভাটায় যান। তারাও ট্রাক ভাড়া করে ত্রিপলের মধ্যে লুকিয়ে বাড়িতে ফিরছিলেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদার জানান, পরে ৬১ জনকে পাঠিয়ে খুলনার পাইকগাছা এবং সাতক্ষীরার শ্যামনগরের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারাইন্টাইনের ব্যবস্থা করা হয়।