চৌগাছা-মহেশপুর সড়কে গাছ মারার অভিনব চেষ্টা

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় সড়কের সরকারী গাছ কাটা চক্র আবারও যেন সক্রিয় হয়ে উঠেছে। করোনা ভাইরাসের ফলে মানুষ যখন ঘরে বন্ধি, তখন সুযোগটি কাজে লাগিয়ে চক্রটি সড়কের বড়বড় গাছ কাটার নেশায় মেতে উঠেছে। চৌগাছা-মহেশপুর সড়কে এই চক্রের সক্রিয়তা বেশি লক্ষনীয়। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সড়কের পাশ থেকে হারিয়ে যাবে বড় বড় বৃক্ষ এমনটিই মনে করছেন সচেতন মহল।
সারাদেশের মত সীমান্তবর্তী উপজেলা চৌগাছার মানুষ করোনা ভাইরাস আতংকে আতংকিত। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেনা। উপজেলার বেশ কিছু গ্রাম,পাড়া মহল্লায় চলছে অঘোষিত লকডাউন। স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনীর টহল চলছে জোরে সোরে। এমন পরিস্থিতির মধ্যে সড়কের পাশে সরকারী গাছ অভিনব কায়দায় কেটে ফেলা চক্র বেশ সক্রিয়। সম্প্রতি এ ধরনের একটি খবর দৈনিক লোকসমাজ পত্রিকায় প্রকাশ হয়। নড়চড়ে বসেন প্রশসান, বন্ধ হয় গাছ কাটা। কিন্তু আবারও সক্রিয় হয়ে উঠেছে ওই চক্রটি। রবিবার সরেজমিন চৌগাছা-মহেশপুর সড়কে যেয়ে দেখা যায়, পৌরসভার সীামানা প্রাচীর সংলগ্ন একটি কড়াই গাছ, চাঁদপাড়া কলেজের সামনে ও ফাঁসতলা মেইন সড়কে বেশ কয়েকটি বড় বড় কড়ইগাছ অভিনব কায়দায় কাটা হয়েছে। রাতের আঁধারে ধারালো অস্ত্র দিয়ে গাছ গুলোর চারপাশ কেটে রাখা হয়েছে। মুলকান্ড থেকে ছাল কেটে ফেলায় গাছটি কিছু দিন যেতে না যেতেই মারা যায়। এর পর সুযোগ বুঝে ওই চক্র গাছটি কেটে নিরাপদে নিয়ে চলে যায়।
অপর একটি সূত্র বলছে, সড়কের পাশে যে সব বড়বড় গাছ আছে তার নিচে ফসলি জমি নষ্ট হচ্ছে, আবার বড় গাছের কারনে পাশের বসতবাড়িতে বসবাস করা সমস্যা হচ্ছে। সেকারনে গাছের পাশে চাষযোগ্য জমি মালিক অথবা বসবাসকারীরা কৌশালে রাতের আধারে গাছ অভিনব কায়দায় কেটে রেখে দিচ্ছে। কিছু দিন পরে ওই গাছ মারা যাবে। সে সময়ে সরকার লোকজনের মাধ্যমে গাছ কেটে সরিয়ে নিবে, উপকৃত হবে ওই জমি বা বাড়ি মালিক। স্থানীয়রা মনে করছেন যারাই এই কাজের সাথে জড়িত তারা দেশের শত্রু। তাদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান এলাকাবাসি।
উল্লেখ্য, চৌগাছা-ঝিকরগাছা সড়কের চাঁনপুর মোড় হতে পিতাম্বরপুর মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ একই কায়দায় কেটে মেরে ফেলা হয়। পরবর্তীতে জেলা পরিষদ ওই মরা, শুকনা গাছ কেটে তা স্থানীয় ডাকবাংলো মাঠে জড়ো করে রাখেন। ওই সড়কের মত অবস্থার সৃষ্টি হয়েছে চৌগাছা-মহেশপুর সড়কে এমনটিই মনে করছেন অনেকে। এ বিষয়ে জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান জানান, সড়ক থেকে অভিনব কায়দায় গাছ কাটার খবরটি আমাদের জানা, কারা কেন এই সরকারী গাছ ধ্বংশ করছে তা খতিয়ে দেখা হচ্ছে। যারাই এই জঘন্য কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।