জীবনই যেখানে থমকে, সেখানে আইপিএলের ভবিষ্যৎ কোথায়: সৌরভ

0

লোকসমাজ ডেস্ক॥ ১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল গত ২৯ মার্চ। এর মধ্যে তো করোনাভাইরাস হানা দিয়ে সবকিছু ওলটপালট করে দিলো। ভারতে লকডাউন জারি করা হলো ১৫ এপ্রিল পর্যন্ত। ওই তারিখ পর্যন্তই আইপিএলের শুরুটাও স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু লকডাউনের সময় যে আরও বাড়ছে, এটি নিশ্চিত। তবে ১৫ এপ্রিল তারিখটিকে ধরলে হাতে আছে আর তিনটি দিন, ২০ ওভারের ক্রিকেটের এই অর্থকরী লিগটা কবে শুরু করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এ বছর লিগটা আদৌ হবে? ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে এটি আয়োজন করা কঠিন মনে হচ্ছে।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে রবিবার সৌরভ বলেছেন, ‘আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। বর্তমান পরিস্থিতিতে আমরা কিছুই বলতে পারছি না। কীভাবেই বা সেটি বলা যায়? বিমানবন্দর বন্ধ, মানুষ ঘরে বন্দি, অফিস লকডাউনে আছে, কেউ কোথাও যেতে পারছে না। মনে তো হচ্ছে এরকম পরিস্থিতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে।’ মানুষের জীবনই যেখানে থমকে গেছে সেখানে খেলাধুলার তো প্রশ্নই আসে না। আসলে কোনওকিছুই এখন আর খেলাধুলার পক্ষে যাচ্ছে না। সেটাই বলেছেন সৌরভ, ‘খেলোয়াড়দের আপনি পাবেন কোত্থেকে, কোথায় যাবে তারা? এটা সাধারণ বিচারবুদ্ধির ব্যাপার যে যখন বিশ্বে কোনও খেলাধুলার ক্ষেত্রেই মঙ্গলজনক কিছু ঘটছে না, সেখানে আইপিএলের কথা ভুলে যেতে হবে।’ সৌরভ জানিয়েছেন আগামী সোমবার বিসিসিআইয়ের অন্য সব কর্মকর্তাদের সঙ্গে বসে আলোচনা করেই বিষয়টি নিয়ে হয়তো পরিষ্কার কিছু বলতে পারবেন। ‘ অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সোমবার হয়তো নতুন কিছু জানাতে পারবো। তবে সত্যি কথা বলতে, বিশ্বের সবখানে জীবনই যখন থমকে যায়, সেখানে খেলাধুলার ভবিষ্যৎ কোথায়?’-বলেছেন সৌরভ। এখানে ‘খেলাধুলা’ বলতে আপাতত ধরে নিন আইপিএল।