দেশে যে বয়সীরা বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশে ৩১ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিরা বেশি করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তাদের পরেই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন ২১ থেকে ৩০ বছর বয়সীরা। শনিবার (১২ এপ্রিল) স্বাস্থ্য বুলেটিনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। তাদের বয়সভিত্তিক বিভাজনে দেখা যায়, সর্বোচ্চ সংখ্যায় রয়েছেন ৩১ থেকে ৪০ বছর বয়সীরা, ২৫ শতাংশ। এর পরে রয়েছেন ২১ থেকে ৩০ বছর বয়সীরা, ২১ শতাংশ।
মীরজাদী বলেন, ‘এখানে একটি কথা বলা প্রয়োজন—যদিও আমরা একটা বয়সভিত্তিক বিভাজন দেখাচ্ছি, কিন্তু এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেকোনো বয়সের যেকোনো ব্যক্তি সংক্রমিত হতে পারেন। এ সমস্ত ক্ষেত্রে প্রতিরোধের বিষয়ে বয়সসীমা নেই। সকলকেই প্রতিরোধের বিষয়ে সতর্ক থাকতে হবে।’ দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬২১ জনে দাঁড়িয়েছে।