মন্ত্রিসভা বৈঠক হচ্ছে না সোমবার

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক সাংবাদিকদের এতথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সোমবার মন্ত্রিসভা বৈঠক হচ্ছে না।
সাধারণ ছুটির মধ্যেই গত ৫ এপ্রিল (সোমবার) সবধরনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে গণভবনে সীমিতভাবে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রত্যেকে দূরত্ব বজায় রেখে আলাদা আলাদা টেবিলে বসেন। মাত্র সাতজন সভায় মন্ত্রী অংশ নেন, সবার মুখে ছিল মাস্ক। মন্ত্রিসভা হচ্ছে দেশের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। সাধারণত প্রত‌্যেক সপ্তাহের সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করে থাকেন।