চলছে খরার মাস চৈত্র। স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল পানি ওঠা বন্ধ। অন্যদিকে করনার কারণে ঘর থেকে বের হওয়া নিষেধ। তারপরও এভাবেই খাবার পানি সংগ্রহ করছেন নারী-পুরুষ। ছবিটি গতকাল যশোর শহরতলীর শেখহাট থেকে তোলা- এমআর খান মিলন

0