ভারত থেকে ফেরা ৪২ জনকে নিজ জেলার কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে

0

বিএম আসাদ ॥ ভারত থেকে দেশে ফেরত এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিনের জন্য আটকাপড়া পাসপোর্টধারীদের যথাযথ চিকিৎসায় যথাস্থানে প্রেরণ করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ উপলক্ষে যশোরের জেলা প্রশাসককে সভাপতি ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। করোনা পরিস্থিতি ও করণীয় নিয়ে গতকাল হাসপাতাল সভাকক্ষে এক জরুরি সভায় বোর্ড গঠন করা হয়। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী স্বপন ভট্টাচার্য্য সভায় উপস্থিত ছিলেন। বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আকস্মিকভাবে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আসেন এবং ১০ নং ওয়ার্ডে যান। সেখানে তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত থেকে দেশে ফিরে আসা পাসপোর্টযাত্রীদের সাথে কথা বলে সমস্যার কথা শোনেন। পরে তিনি হাসপাতাল সভাকক্ষে এসে কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সাথে করোনা পরিস্থিতি ও করণীয় বিষয় নিয়ে জরুরি সভায় মিলিত হন। এ সময় করোনা পরিস্থিতি ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আটকা পড়া ক্যান্সারসহ অন্যান্য রোগীদের সমস্যা নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হয়, যথাযথ রোগের চিকিৎসার জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা রোগীদের নিজ নিজ জেলার হাসপাতাল কোয়ারেন্টিনে রেফার্ড করা হবে। মেডিকেল বোর্ড এ কার্যক্রম বাস্তবায়ন করবে। কোয়ারেন্টিনে থাকা রোগীরা নিজ নিজ ব্যবস্থাপনায় তার জেলা হাসপাতাল কোয়ারেন্টিনে যেতে পারবে এবং সেখানে ১৪ দিনের মেয়াদ পূর্ণ করতে হবে। জরুরি সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফকে সভাপতি ও আরএমও ডা. মো. আরিফ আহমেদকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়। পুলিশ সুপার, সিভিল সার্জন, মেডিসিন, কার্ডিওলজি, সার্জারি, গাইনি, শিশু ও নেফ্রলোজি, সার্জারি, গাইনি, শিশু ও নেফ্ররোলজি বিভাগের বিভাগীয় প্রধানগণকে মেডিকেল বোর্ডের সদস্য করা হয়েছে। ওই সময় ২৫০ শয্যা হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন ৫৭ জন। এর ভেতর আইসোলেশন ওয়ার্ডে ৮ জন। স্থানীয় রোগী ৬ জন বলে আরএমও ডা. মো. আরিফ আহমেদ জানিয়েছেন। তিনি বলেন, পরে মেডিকেল বোর্ডের মাধ্যমে ১৯ জন রোগী ও ২৩ জন এ্যাটেনডেন্স মিলে ৪২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তাদের বিষয়টি স্ব-স্ব জেলা হাসপাতালে জানিয়ে দেয়া হয়েছে। এদিকে সর্বশেষ খবরে জানা গেছে, গতকাল বেনাপোল স্থল বন্দর হয়ে ৫৩ জন পাসপোর্টধারী ভারত থেকে দেশে ফিরে এসেছেন। তাদের ভেতর কিডনী, কার্ডিয়াকসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১১ জনকে তাদের স্ব-স্ব জেলায় পাঠানো হয়েছে। বাকি ৪২ জনকে যশোরের গাজীর দরগাহ মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।