মনিরামপুরে চলছে জমজমাট জুয়া ও মাদকের আসর

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ ভয়াবহ করোনাভাইরাস আতঙ্কের মাঝেও মনিরামপুরে চলছে জমজমাট জুয়া ও মাদকের আসর। জানা যায়, প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে চালুয়াহাটি, হরিহরনগর, সরনপুর, মনোহরপুর, বাগডাঙ্গা, হরিদাসকাটি, মধুপুরসহ বিভিন্ন এলাকায় বাগান, পানের বরজ এবং মাছের ঘেরপাড় এবং টোঙঘরে গভীররাত পর্যন্ত চলছে জমজমাট মাদক সেবন ও জুয়ার আসর। অভিযোগ রয়েছে, মনোহরপুর ইউনিয়নের দাসেরহাট বাজারের পাশে শ্রীফলা বিলের মধ্যে ইউপি সদস্য গোলাম মোস্তফার মাছের ঘেরপাড়ে জুয়া ও মাদকের আসরের আয়োজনকারী হলো গ্রামপুলিশ আবদুল কুদ্দুস এবং মশিয়ার রহমান। এ আসরের নিয়মিত সদস্য হলেন কপালীয়া বাজারের কাঠ ব্যবসায়ী ফিরোজ, জিহাদ, বিল্লাল, ইব্রাহিম, আরিফুলসহ এলাকার ১১/১২ জন যুবক। অন্যদিকে শুক্রবার রাতে এলাকাবাসীর সহযোগিতা ইউপি সদস্য কামাল হোসেন গাঁজাসহ দুই জনকে আটক করে। এরা হলো শ্যামনগরের শওকত আলী এবং কোনাকোলা গ্রামের আবদুস সবুর। পরে তাদেরকে ইউপি চেয়ারম্যান মশিয়ুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।