ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে প্রবেশ করায় কুষ্টিয়ার দুই গ্রাম লকডাউন

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে কুষ্টিয়ার কুমারখালীতে অনেকের প্রবেশ করায় দুই গ্রাম লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৬টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর ও মির্জাপুর গ্রাম দুটিকে লকডাউন ঘোষণা করা হয়। কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীবুল ইসলাম খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও রাজীবুল ইসলাম খান জানান, করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লে শুক্রবার বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর ও মির্জাপুর গ্রাম দুটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, এই এলাকায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে শতাধিক ব্যক্তি গত ২৪ ঘণ্টার মধ্যে এসেছে এমনটা নিশ্চিত হাওয়া গেছে। লকডাউন চলাকালীন এই গ্রামের কোনও ব্যক্তি বাইরে যেতে পারবেন না। এবং অন্য এলাকা থেকে কোনও ব্যক্তি-পরিবহন লকডাউন এলাকায় প্রবেশ করতে পারবে না। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা, ওষুধ, নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। লকডাউন চলাকালে জরুরি প্রয়োজনে উপজেলা প্রশাসন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোবাইল-০১৭১৮১১২৭০৫, জরুরি চিকিৎসাসেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১৭৩০৩২৪৬০৫ ও ইউনিয়ন পরিষদে (ইউপি) সচিব ০১৭১৯৭৬৫৯৬৮ এর নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।