কমিউনিটি পুলিশিং ফোরামের থেকে খাদ্যসামগ্রী বিতরণ

0

লোকসমাজ ডেস্ক॥যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্টেডিয়ামপাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কর্মহীন অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন যশোর পৌরসভার প্যানেল মেয়র ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনি।
খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হাবিবুর রহমান চাকলাদার মনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিত্তবানদেরকে গরীব, অসহায় কর্মহীন মানুষদের পাশে দাঁড়াতে হবে। তাহলে করোনার কারণে কর্মহীন কোনো মানুষই খাদ্য সঙ্কটে থাকবে না। প্রধান অতিথি সব এলাকায় বিত্তবানদের এমন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি ৫নম্বর ওয়ার্ডে এমন উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। একইসাথে তিনি করোনাভাইরাসের সংক্রমন রুখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকলকে ঘরে থাকার আহ্বান জানান। একইসাথে সন্ধ্যা ৬টার পর সকল নাগরিককে ঘর থেকে বাইরে না আসার নির্দেশনা দেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৫ নম্বর ওয়ার্ড স্টেডিয়ামপাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা বদর, সহসভাপতি আবুল কালাম আজাদ লিল্লু, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আহমেদ বাবু, দপ্তর সম্পাদক মুয়িদ হোসেন সুমন, প্রচার সম্পাদক মোহাম্মদ আহমদুল্লাহ তোহা, অর্থ সম্পাদক ফিরোজ আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক সালমা আফরোজ শিখা, কার্যকরি সদস্য গোলাম মোর্শেদ লিন্টু, মো. তৌফিক ইকবল, মো. আব্দুল জলিল, মোয়াজ্জেম হোসেন লাভলু, শামীম হোসেন মিঠু, মোবাশ্বের হোসেন টুটুল, মো. রিয়াজ হোসেন প্রমুখ।