মাঠে ফিরছে ৮২’ বিশ্বকাপের ব্রাজিল দল

0

লোকসমাজ ডেস্ক॥করোনা যুদ্ধে এগিয়ে আসতে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছে ১৯৮২ বিশ্বকাপের ব্রাজিল দল। কিংবদন্তি ফুটবলাররা মাঠে ফিরছেন অর্থ সংগ্রহ করতে। ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এ উদ্যোগ নিয়েছেন প্রাক্তন ফুটবলাররা। পাওলো রবার্তো ফেলকাও প্রথমে এ আয়োজনের পরিকল্পনা করেন। পরবর্তী দুঙ্গা, জিকো, জুনিয়র, লিওনার্দোসহ বাকি ১৯ ফুটবলার যোগ দেন। প্রত্যেকে ভিডিও বার্তা দিয়ে অর্থ অনুদানের আহ্বান করেছেন।
নিজের বার্তায় ফেলকাও বলেছেন, ‘১৯৮২ বিশ্বকাপের ব্রাজিল দল পরিচিত ছিল নিজেদের ফুটবল শৈলী, একতা ও দলগতভাবে কাজ করার নীতির জন্য। এবার আমরা আবার ব্রাজিলের হয়ে লড়তে যাচ্ছি।’ মিডফিল্ডার এ খেলোয়াড় নিশ্চিত করেছেন গত এক সপ্তাহে তারা সাত লাখ ডলার অনুদান পেয়েছেন। মহামারী করোনায় এখন পর্যন্ত ব্রাজিলে নয়শর বেশির মানুষ প্রাণ হারিয়েছেন। চিকিৎসকরা শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এ সংখ্যা দ্বিগুন হতে পারে। ১৯৮২ বিশ্বকাপে ব্রাজিল ছিল হট ফেভারিট। সোভিয়েত ইউনিয়ন, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড এবং আর্জেন্টিনাকে হারিয়ে যাত্রা শুরু করেছিল তারা। ইতালির বিপক্ষে শুধু ড্র করলেই সেমিফাইনালের টিকিট পেতে সেলেসাওরা। কিন্তু পাওলো রসির হ্যাটট্রিকে ইতালি ৩-২ গোলে হারায় ব্রাজিলকে। ইতালি সেবার ফাইনালও খেলেছিল। কিন্তু পশ্চিম জার্মানির কাছে ৩-১ গোলে হেরে শিরোপা হারায়। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গা নিজের বার্তায় বলেছেন, ‘আমরা সবাই দেখছি চারিদিকে কি হতে যাচ্ছে। অনেক মানুষ কষ্টে কাছে। তাদের কাজের সুযোগ নেই। খাদ্যদ্রব্য নেই। বন্ধুরা তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমি এগিয়ে আসছি। আপনারাও এগিয়ে আসুন।’