মেসিতে মুগ্ধ বিশ্ব, মেসির মুগ্ধতা কে?

0

লোকসমাজ ডেস্ক॥ নিজের পায়ের জাদুতে ফুটবল বিশ্বকে মাত করে রেখেছেন লিওনেল মেসি। তাঁর ফুটবল জাদুতে বিমোহিত হয়ে, তাকে সর্বকালের সেরা ফুটবলারের তকমা দিয়ে থাকেন বোদ্ধারা। কিন্তু মেসি মুগ্ধ কোন খেলোয়াড়ের প্রতি? আর্জেন্টাইন এই কিংবদন্তি ফুটবলার জানিয়েছেন, তাঁর মুগ্ধতা ছিল ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার থিয়েরি অঁরির প্রতি। মেসি যখন ফুটবল বিশ্বের উঠতি তারকা, অঁরি ততদিনে সেরা খেলোয়াড়ের তকমা পেয়ে গেছেন।
আর্সেনালকে দুটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপের শিরোপা জিতিয়েছেন। নর্থ লন্ডনের ক্লাবটিতে আট বছর খেলে সাফল্যের সর্বোচ্চটা দেখেছেন, হয়েছেন বিশ্ব ফুটবলের সেরা তারকাদের একজন। তবে আক্ষেপ ছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপার। ইউরোপ সেরার শিরোপা ছোঁয়ার লক্ষ্যে ২০০৭ সালে বার্সেলোনায় পাড়ি জমান অঁরি। মেসি, রোনালদিনহো, স্যামুয়েল ই’তো তখন বার্সার নিয়মিত একাদশের সদস্য। তবে মেসির কাছে বার্সায় পা রাখা অঁরি তখন বিশাল তারকা। ইংল্যান্ডে অঁরির সাফল্যগাঁথায় মুগ্ধ মেসি। নিজেই জানালেন সে কথা,
‘ইংল্যান্ডে তাঁর সাফল্যের কীর্তি সম্পর্কে আমি জানতাম। এরফলে তাঁর যে তারকাখ্যাতি ছিল। এটি আমার মনে গেঁথে ছিল। যার ফলে, প্রথম যেদিন তিনি বার্সার ড্রেসিং রুমে পা রেখেছেন, আমি উনার দিকে তাকানোর সাহসও করতে পারিনি। ভাবতেই পারিনি, আমরা দুইজন এখন একই দলে।’ অঁরির বার্সায় পাড়ি দেওয়া সফল হয়েছিল। কাঙ্খিত চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিলেন তিনি। শুধু তাই নয়, সেবার বার্সেলোনা সম্ভব ছয়টি শিরোপার সবকটিই জিতেছিল। অঁরির সাফল্যকেও ছাড়িয়ে বহুদূর এগিয়ে গেছেন মেসি। জিতেছেন রেকর্ড ছয়বার ব্যালন ডি’অরের পুরস্কার। ট্রফিকেসে আছে ৩৪টি শিরোপা। অন্য অনেকের মতো অঁরিরও তাই ছিল মেসি মুগ্ধতা। ২০১৬ সালে এক সাক্ষাতকারে এই ফরাসি ফুটবলার বলেছিলেন, ‘কিছু সময় আমি নিজেকে জিজ্ঞেস করি, মেসি কি মানুষ? ফুটবল মাঠে এমন কিছু নেই যা সে করতে পারে না। সে দলে থাকা মানেই বাড়তি সুবিধা।’