লোহাগড়ায় হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশনে নিত্যপণ্য প্রদান

0

শিমুল হাসান, লোহাগড়া (নড়াইল)॥ করোনার প্রভাবে বেকার হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছে নড়াইলের লোহাগড়ার অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি দরিদ্রদের চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনি,আলুসহ নিত্য পন্য বিনামূল্যে বিতরণ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশব্যাপি করোনার প্রভাবপড়ার পর হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশন বৃহস্পতিবার প্রথমে দিঘলিয়ায় ১২০ জন দরিদ্রকে মাথাপ্রতি ৫ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, চিনি, আলু, পিঁয়াজ, লবণ, তেল ও ১টি করে সাবান বিতরণের মধ্য দিয়ে সেবা কর্যক্রম শুরু করে। দিঘলিয়ার মেসার্স হাজী ফিলিং স্টেশনের সামনে নিত্য পণ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, ফাউন্ডেশনের চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান হিলু, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান নীনা ইয়াসমিন, শেখ তুহিন, আওয়ামী লীগ নেতা সরদার আব্দুল হাই উপস্থিত ছিলেন। সুবিধাভোগী রোমেছা বেগম,সাহা মিয়া বলেন, চরম অভাবের দিনে হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশন নিত্যপণ্য দিয়ে আমাদের সহযোগীতা করায় অনেক উপকৃত হয়েছি। হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক মুক্ত রহমান বলেন, রাস্তায় চলাচলকারী যানবাহন সহ বাজার এলাকা করোনামুক্ত করতে নিয়মিত জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। পোষ্টার, লিফলেটের মাধ্যমে করোনার বিস্তার রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। সাধারণ মানুষকে নিত্যপণ্য দিয়ে সহযোগিতা অব্যাহত রয়েছে।