রামপাল ব্লাড ডোনারর্স কাবের খাদ্য সহায়তা প্রদান

0

এম,এ সবুর রানা, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ মানুষদের সহযোগীতায় রাজনৈকি সংগঠন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও খাদ্য সহায়তা প্রদানে এগিয়ে এসেছে। এর ধারাবাহিকতায় শুক্রবার থেকে রামপাল ব্লাড ডোনারর্স কাবের উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান শুরু করা হয়েছে। ব্লাড ডোনারর্স কাবের সভাপতি মোঃ হেলাল উদ্দিন জানান, আমরা সবাই ছাত্র। আমাদের সামান্য জমানো টাকা থেকে প্রাথমিক পর্যায়ে উপজেলার ৬০ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি। যা অব্যহত রাখা হবে। দুঃস্থ ও অসহায় রোগীদের রক্ত দানের পাশাপাশি অন্যান্য সহায়তাও প্রদান করে আসছি। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন। খাদ্য সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মুনাওয়ার রনি, সংগঠনের সদস্য আলী বাপ্পি, শিকদার পলাশ, মোল্যা হাবিবুল্লাহ, ওহিউজ্জামান, মাজহারুল ইসলাম, রাসেল শেখ, শোয়াইবুল, মেহেদেী হাসান, সৌরভ অন্তু, মাসুদ রানা, খালিদ হাসান, সাংবাদিক আব্দুল্লাহ শেখ, মোঃ রবিউল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।