করোনা : ভারতে এপ্রিলের সব উৎসবে নিষেধাজ্ঞা

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতে এপ্রিলে নানা রাজ্যে নানা উৎসব ও পার্বণ হয়। বাঙালিদের বাংলা নববর্ষ পালন ছাড়াও উত্তরপূর্ব ভারতে পালিত হয় নানা উৎসব। দেশের বিভিন্ন স্থানে পালিত হয় বৈশাখি উৎসব। তবে করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, এপ্রিল মাসে সমস্ত উৎসব ও পার্বণ উদযাপনে নিষেধাজ্ঞ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পূণ্য সলিল শ্রীবাস্তব এ খবর জানিয়েছেন। ভারতে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ রেকর্ড করেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার বিকেল ৫টার মধ্যে ৮৯৬ জন করোনায় আক্রান্ত হওয়ায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। এদিন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৬৭৬১ জন।
মৃত্যু হয়েছেন ২০৬ জনের। আর ইতিমধ্যেই করোনা মুক্ত হয়েছেন ৫১৫ জন। এদিকে ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১২। তবে মৃত্যুসংখ্যা অপরিবর্তিতই (৫) রয়েছে। শুক্রবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮০। গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ায় সংখ্যাটা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯২ । কিন্তু হাসপাতালে ভর্তি তিন জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে আক্রান্তের তালিকা থেকে তাঁদের বাদ দেওয়া হয়েছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮৯। রাজ্যের ২টি বেসরকারি এবং ৫টি সরকারি ল্যাবে এখনও পর্যন্ত ২ হাজার ৯৫ জনের পরীক্ষা করা হয়েছে বলেও মুখ্যসচিব জানিয়েছেন । ভারত জুড়ে করোনা সংক্রমণের হার দ্রুত বুদ্ধ পাওয়ার পরিপ্রেক্ষিতে সব রাজ্যে ১০০ শতাংশ লকডাউন মানার উপরে জোর দিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। শুক্রবার তিনি সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে ভিডিয়ো বৈঠকে করেছেন। জানা গেছে, এ পর্যন্ত করোনা মোকাবিলায় রাজ্যগুলি কী কী পদক্ষেপ করেছে, তা খতিয়ে দেখা হয়েছে বৈঠকে। সেই সঙ্গে সংক্রমণ ঠিকাতে রাজ্যস্তরে পরীক্ষার সুবিধা, নমুনা সংগ্রহ পদ্ধতি, মেডিক্যাল সরঞ্জামের ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়েও কথা হয়েছে। করোনা রোধে কেন্দ্রীয় নির্দেশাবলী মেনে রাজ্যে স্বাস্থ্যনীতি অবলম্বন করা হচ্ছে কিনা তা নিয়েও আলোচনা হয়েছে।