মোংলায় তরুণরা রাতের অন্ধকারে ঘরের দরজায় পৌঁছে দিচ্ছে খাদ্যসামগ্রী

0

মোংলা (বাহেরহাট) সংবাদদাতা ॥ ‘দশে মিলে করি কাজ,হারি জিতি নাহি লাজ’। এমন মনোভাব নিয়ে মোংলায় নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে ঐক্যবদ্ধ হয়েছেন তরুণরা। যারা লোকলজ্জার ভয়ে জনপ্রতিনিধি কিংবা অন্যের কাছে সাহায্যের হাত বাড়াতে পারছে না সে সব পরিবারকে টার্গেট করে রাতের অন্ধকারে গোপনে দরজার কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী রেখে আসছেন তারা। করোনা দুযোর্গ মোকাবিলায় মানব সেবা ও সামজিক দায়বদ্ধতা নিয়ে ‘মোংলা যুব কল্যাণ সংঘ’ নামের একটি সংগঠনের ব্যানারে এলাকার শিক্ষার্থী, তরুণ ব্যবসায়ী ও বেকার তরুণরাও যুক্ত হয়েছেন। এ সংগঠনের কেউ অর্থ দিয়েছেন, আবার কেউ দিয়েছেন শ্রম। বুধবার রাতভর শহরের অলিগলি ঘুরে তিন শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌছে দিলেন উদ্যেগী এ তরুণরা। রাতে ঘরের দরজায় পৌঁছে দেয়া ত্রাণ ও খাদ্য সামগ্রী পেয়ে অনেকে হতবাক হয়েছেন। কারা এসব পৌঁছে দিলেন তা জানেন না অনেকে।