মনিরামপুরে এক মুক্তিযোদ্ধার জমি দখল করে প্রতিপরে ড্রেন নির্মাণ

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে এক মুক্তিযোদ্ধার জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপ অরুণ মণ্ডলের বিরুদ্ধে। পূর্ব বিরোধের জের হিসেবে মুক্তিযোদ্ধা আশোক রায়ের বসতবাড়ির আঙিনার প্রায় ছয় শতক জমি প্রতিপক্ষ অরুণ মন্ডল দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু জমি দখল করেই তিনি ক্ষ্যান্ত হননি, দখলের পর ওই জমির মাটি কেটে লম্বা ড্রেন করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
উপজেলার কুলটিয়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় জানান, পোড়াডাঙ্গা মৌজার তার বসতবাড়ির আঙিনায় প্রতিবেশী কলেজ শিক্ষক পশুপতি মন্ডলের কাছ থেকে এওয়াজ বদলের মাধ্যমে ৩১ শতক জমি বংশানুক্রমে তিনি ভোগদখল করে আসছেন। কিন্তু একই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ভবেন্দ্র নাথ মন্ডলের ছেলে ডিশ ব্যবসায়ী অরুণ মন্ডল গতবছর থেকে ওই জমির প্রায় ছয় শতক নিজের দাবি করে আসছেন। এ নিয়ে অরুণের সাথে তাদের বিরোধ দেখা দেয়। মুক্তিযোদ্ধা আশোক কুমার রায়ের ছেলে স্কুল শিক্ষক সৌমিত্র রায় জানান, প্রতিপক্ষ অরুণ মন্ডল লোকজন নিয়ে বুধবার সকালে তাদের বাড়ির আঙিনার প্রায় ছয় শতক জমি দখল করেন। পরে তারা ওই জমির মাটি কেটে লম্বা ড্রেন নির্মাণ শুরু করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র এসে কাজ বন্ধ করে দেন। তবে অরুণ মন্ডল জানান, তিনি গতবছর পশুপতি মন্ডলের এক শরিকের কাছ থেকে দেড়লাখ টাকায় প্রায় ছয় শতক জমি ক্রয় করেন। বুধবার তিনি সেই জমি দখলে নিয়ে মাটি কেটে ড্রেন নির্মাণ শুরু করেন।
কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখর চন্দ্র রায় জানান, ঘটনা জানার পর মাটি কাটার কাজ বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য উভয়পক্ষকে নিয়ে বসার উদ্যোগ নেয়া হয়েছে। মনিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।