ঝিকরগাছায় ৫০০ কোয়ারেন্টিন সীটের উদ্বোধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ চলমান ক‌রোনা ভাইরাসেররপ‌রি‌স্থি‌তি বিবেচনায় এবং স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষে যশোরের ঝিকরগাছায় এ্যাম্বুলেন্সে ভ্রাম্যমান মেডিকেল টিম ও ৫০০ কোয়ারেন্টিন সীটের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বিকা‌লে গাজীর দরগাহ কুয়েত ইসলামী ইয়াতিম কমপ্লেক্সে ৫০০ কোয়ারেন্টিন সী‌টের উ‌দ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, য‌শোর ২ আস‌নের এম‌পি মেজর জেনা‌রেল (অবঃ) অধ্যাপক ডাঃ না‌সির উ‌দ্দিন । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপ‌জেলা চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার, ভাইস চেয়ারম্যান সে‌লিম রেজা, ‌পৌর মেয়র মোস্তফা আ‌নোয়ার পাশা জাম‌াল। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ আফজাল হোসেন, গাজিরদরগাহ কুয়েত ইসলামী ইয়াতিম কমপ্লেক্সের পরিচালক মাওলানা নাসির উল্লাহ, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, উপ‌জেলা ছাত্রলীগ সভাপ‌তি এহসানুল হা‌বিব শিপলুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। এর আগে প্রধান অতিথি যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন এ্যামবুলেন্সে করে ভ্রাম্যমান মেডিকেল টিমের উদ্বোধন করেন।