যশোরে সরকারি চাল জব্দের ঘটনায় মামলা হয়নি, শাওন ও হাসিবুল ৫৪ ধারায় আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শানতলার একটি গুদাম থেকে সরকারি ৮০ বস্তা চালসহ দুজন আটকের ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। তবে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এদিকে রাকিব হাসান শাওন ও হাসিবুল হাসানকে বুধবার ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের সহায়তায় শহরতলীর শানতলার পেপসি কেম্পানির গুদামে অভিযান চালিয়ে সরকারি ৮০ বস্তা চাল জব্দ করে। এ সময় রাকিব হাসান শাওন ও হাসিবুল হাসান নামে দুই যুবককে আটক করা হয়। আটক রাকিব হাসান শাওন বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের বাসিন্দা ফজর আলী মোল্লার ছেলে ও ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এবং হাসিবুল হাসান যশোর শহরতলীর ঝুমঝুমপুরের মৃত আবুল হোসেনের ছেলে। এদিকে বুধবার বিকেলে যোগাযোগ করা হলে ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ জানান, উল্লিখিত দুজন কালোবাজারির উদ্দেশ্যে সরকারি চাল মজুদ করেছিলেন। তাছাড়া আটকের সময় তারা এ সংক্রান্ত কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো পর্যন্ত তারা এ বিষয়ে কোন মামলা করেননি। তবে ঊদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পদক্ষেপ নিবেন।