শৈলকুপার একটি ইউনিয়নে করোনা সহায়তা পাচ্ছে না হতদরিদ্ররা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্ররা করোনা সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধা। আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দীন বিশ্বাস ত্রান সহায়তা বিতরণে সেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির আশ্রয় নিচ্ছেন। স্থানীয় সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা প্রশাসক ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি এই অভিযোগ করে প্রকৃত দুস্থদের একটি তালিকাও প্রদান করেছেন। লিখিত অভিযোগে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সদস্য মুক্তার আহমেদ মৃধা উল্লেখ করেন, হেলাল উদ্দীন বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত সরকারী কোন দান বা ত্রান তার সামাজিক দলের সদস্য এমনকি আওয়ামীলীগের দরিদ্র নেতা কর্মীরাও পাচ্ছে না। করোনা ভাইরাসের মহামারীতে আবাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্ররা মানবেতর জীবন কাটাচ্ছে। মুক্তার আহমেদ মৃধা লিখিত অভিযোগে উল্লেখ করেন, আবাইপুরে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই ও আমার ব্যক্তিগত সহায়তায় কিছু সহায়তা করা হলেও সেটি ছিল প্রয়োজনের তুলনায় নগন্য। তিনি আবাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্লা খালেকুজ্জামান উকিলের সঙ্গে নিয়ে গোট ইউনিয়ন ঘুরে একটি নিরপেক্ষ তালিকা করে জমা দিলেও তারা এখনো কোন সাহায্য পাননি বলে জানান। প্রশাসনিক ভাবেও কোন তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না বলে তার অভিযোগ। বিষয়টি নিয়ে আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দীন বিশ্বাস জানান, আমি যা পাচ্ছি সব মেম্বরদের মাধ্যমে হতদিরদ্রদের মাঝে দিয়ে দিচ্ছি। আমি করোনা সহায়তা হিসেবে এ পর্যন্ত ৪ টন চাল ও ৫২ হাজার টাকা পেয়েছি। এই ত্রান বিতরণে কোন স্বচনপ্রীতি বা সেচ্ছাচারিতা করা হচ্ছে না। এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আমি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখছি উনার অভিযোগ সত্য কিনা। তারপর ব্যবস্থা নেব। তিনি বলেন আবাইপুর ও দুধসর ইউনিয়ন নিয়ে এমন অভিযোগ আসছে। ইউএনও জানান তিনি এ পর্যন্ত ৬১ মেট্রিক টন চাল ও ৮ লাখ ৪০ হাজার টাকা পেয়েছেন। এগুলো চেয়ারম্যানদের সঙ্গে সঙ্গে বিতরণ করা হয়েছে।