যশোর কারাগার থেকে বিশেষ মার আওতায় মুক্তি পাচ্ছেন ১২০ কয়েদি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর কেন্দ্রীয় কারাগার থেকে সরকার ঘোষিত বিশেষ ক্ষমার আওতায় মুক্তি পেতে যাচ্ছেন ১২০ কয়েদি। কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের নাম পরিচয় এবং সাজা ভোগের বিস্তারিত তথ্য ঢাকাস্থ হেড কোয়ার্টারে পাঠিয়ে দিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিন কান্তি খান। সংশ্লিষ্ট সূত্র জানায়, যে ১২০ জনের নামের তালিকা ঢাকাস্থ হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে তাদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন ৭৫ জন। এরা ইতোমধ্যে ২০ বছর সাজা ভোগ করেছেন। এছাড়া এক মাস থেকে এক বছর পর্যন্ত যাদের সাজা হয়েছে এমন কয়েদির সংখ্যা ৪২ জন এবং অচল-অক্ষম কয়েদি ৩ জন। জেলর তুহিন কান্তি খান এ বিষয়ে বলেন, মোট ১২০ জন কয়েদির নাম-পরিচয় এবং সাজা ভোগের বিস্তারিত তথ্য লিখে তাদের মুক্তি দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়েছে। এখন ঢাকাস্থ হেড কোয়ার্টার আরো যাচাই-বাছাই করে তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করবে। তবে কবে নাগাদ তাদের মুক্তি দেয়া হবে সে বিষয়টি তিনি বলতে পারেননি।