সাড়ে ১৭ লাখ মেট্রিক টন বোরো ধান-চাল কিনবে সরকার

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি বোরো মৌসুমে সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল এবং ৬ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। ৩৬ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজিতে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজিতে ছয় লাখ মেট্রিক টন বোরো ধান কেনা হবে। এর বাইরে ২৮ টাকা কেজি দরে আরও ৭৭ হাজার মেট্রিক টন গম কিনবে সরকার। বোরো ধান-চাল এবং গম সংগ্রহের এই ল্যমাত্রা ও দাম নির্ধারণ করে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকে চিঠি পাঠিয়েছে। গত বছর একই দামে ৪ লাখ মেট্রিকটন বোরো ধান এবং ১৪ লাখ মেট্রিকটন বোরো চাল সংগ্রহ করছিল সরকার। আগামী ২৬ এপ্রিল থেকে ৩১ অগাস্ট পর্যন্ত বোরো ধান এবং ৭ মে থেকে ৩১ অগাস্ট পর্যন্ত বোরো চাল সংগ্রহ করা হবে। আর ১৫ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত কেনা হবে গম। সাধারণত খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অর্থ, বাণিজ্য, কৃষিসহ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবদের নিয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় ধান-চাল সংগ্রহের ল্যমাত্রা ও মূল্য নির্ধারণ করা হয়। এবার করোনাভাইরাসের মহামারীর মধ্যে সেই সভা না করেই রোবো সংগ্রহের ল্যমাত্রা ও দাম নির্ধারণ করা হয়েছে।