মোরেলগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় এক মুরগি ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। করোনা পরিস্থিতি সামাল দিতে প্রশাসন বারবার মাইকিং, লিফলেট বিতরণ করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ সময় মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করে। ঠিক সেই মুহূর্তে মোরেলগঞ্জ উপজেলার কালীকাবাড়ি বাজারের এক ব্যক্তি মুরগি ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২হাজার টাকা জরিমানা আদায় করেন। সাথে ছিলেন থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম। আজ বিকেল ৫টার পর থেকে শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। যারা সরকারি এ নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।