সিঙ্গাপুরে একদিনে ৪৭ বাংলাদেশি করোনায় আক্রান্ত

0

লোকসমাজ ডেস্ক॥ সিঙ্গাপুরে আরও ৪৭ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ নিয়ে সিঙ্গাপুরে ১১৫ বাংলাদেশির করোনায় আক্রান্তের তথ্য জানা গেল। গত কয়েক দিন ধরে সিঙ্গাপুরে করোনায় বাংলাদেশিদের আক্রান্তের হার বেড়েছে। এদের অধিকাংশই এস১১ ডরমেটরি ও তোহ গুয়ান এলাকার ওয়েস্টলাইট ডরমেটরিতে থাকতেন। আক্রান্তের হার বাড়তে থাকায় রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই দুই ডরমেটরিতে থাকা ২০ হাজার শ্রমিককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সিঙ্গাপুরে ১০৬ জনের করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি। আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে ৩২ জন লং টার্ম পাসধারী এবং ১৫ জন শ্রমিক। এদের অধিকাংশই শ্রমিকদের ডরমেটরিতে থাকতেন।