করোনার বিস্তার ঠেঁকাতে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা কাজ করছে

0

বিশেষ প্রতিনিধি॥ করোনা সংক্রমনের বিস্তার ঠেঁকাতে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা কাজ করে যাচ্ছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা সংক্রমনের বিস্তার ঠেঁকাতে সরকারের নির্দেশে গত ২৫ মার্চ ২০২০ তারিখ হতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা ১০টি জেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছেন। এরই অংশ হিসেবে তারা করোনা ভাইরাসের বিস্তার সংক্রমন ঠেঁকাতে বিভাগীয় ও জেলা শহরগুলোয় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে কাজ করে যাচ্ছেন। যশোর সেনানিবাসের সেনাসদস্যরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং লিফলেট বিতরণকরছেন। এছাড়া, অসহায় ও হত দরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং বিনা প্রয়োজনে কেউ যাতে যত্রতত্র ঘোরাফেরা না করে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। অহেতুক কেউ যাতে গাড়ী বা মটর সাইকেল নিয়ে বাহিরে বের হতে না পারে সে দিকে নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত বাজার মনিটারিং করার কাজে সেনাসদস্যরা বেসামরিক প্রশাসনকে যথাসাধ্য সহযোগিতার কার্যক্রম অব্যাহত রেখেছেন। এছাড়াও করোনাভাইরাসের বিস্তার ঠেঁকাতে মানব কল্যাণমূলক যে কোন প্রকার কার্যক্রমে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা সর্বদা তৎপর এবং আরো দায়িত্বের সাথে কাজ করবেন বলে সংশ্লিষ্ঠরা জানান।