দৈনিক ২০০ লোককে খাওয়াচ্ছেন রাকুল প্রীত

0

লোকসমাজ ডেস্ক॥ লকডাউনের জেরে ভারতের প্রায় সব শ্রমিক পরিবারগুলি অসহায় হয়ে পড়েছে, সেই সময় তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তারকারা। সালমান খান থেকে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান একের পর এক তারকা এগিয়ে আসছেন মানুষ দিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়ে। সেই তালিকায় যুক্ত হলেন ভারতের অভিনেত্রী রাকুল প্রীত সিং।
জানা গেছে, গুরুগ্রামে নিজের বাড়ির পাশে যে বস্তি রয়েছে, সেখানকার প্রায় ২০০ মানুষকে নিয়মিত খাওয়াচ্ছেন রাকুল। শুধু তাই নয়, নিজের বাড়িতে রান্না করা খাবার দিয়ে ওই ২০০ মানুষের পেট ভরাচ্ছেন তিনি। রাকুলের মা-বাবা কুলবিন্দর সিং এবং রাজেন্দ্র সিং মেয়েকে সাহায্য করছেন।
১৪ এপ্রিলের পরও যদি লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়, তাহলেও তিনি এই কাজ করে যাবেন বলে জানান রাকুল প্রীত।