কারো একার পক্ষে এ মহামারি থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয়- মঞ্জু

0

জনগনের সর্বাত্তক সহযোগিতা ছাড়া কারো একার পক্ষে এ মহামারি থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয়। যতই কষ্টই হোক আমাদেরকে আরো কিছুদিন ধৈর্য্য ধারণ করতে হবে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশের এই সংকট মোকাবেলায় সক্ষম হবো বলে আশা রাখি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব জনগনকে মহান আল্লাহ্তায়ালার কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে। আশা করি আল্লাহ্তায়ালা আমাদের এ বিপদ থেকে মুক্তি দেবে ইনশাল্লাহ্। সামবার বিকেলে মহানগর ও সোনাডাঙ্গা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১৭নং ওয়ার্ড এলাকার খোড়া বস্তিতে কর্মহীন শ্রমজীবী নি¤œ আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজ, ইকবাল হোসেন, ইউসুফ মোল্যা, নুরুল ইসলাম লিটন, সাকিল আহমেদ, ওহাব শরীফ, ডা. ফারুক হোসেন, আবু তালেব, শাহাবুদ্দিন শেখ, এম এম হাসান, এ আর রহমান, মনিরুজ্জামান মন্টু, আবুল খায়ের শিকদার, শহিদুল ইসলাম, জয় প্রমুখ। বিজ্ঞপ্তি