বাগেরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক মাইকিং

0

বাগেরহাট প্রতিনিধি॥করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতন করতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি মাইকিং করেছে সেনাবাহিনী। এর অংশ হিসেবে দুপুরে শরণখোলা উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে মাইকিং করে সেনাবাহিনীর সদস্যরা। খুড়িয়াখালী, শরণখোলা, চালিতাবুনিয়া বাজারাসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যরা টহল ও মাইকিং করেন। পরে সাধারণ মানুষের মাঝে মাস্ক, সাবান বিতরণ করেন। বাজারে বাজারে জীবানুনাশক স্প্রে করেন সেনাবাহিনীর সদস্যরা। সাধারণ মানুষকে জরুরী কাজ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন এবং সামাজিক দূরত্ব মানতে উৎসাহী করেন।