খুলনায় আজ থেকে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

0

খুলনা ব্যুরো॥ খুলনা মেডিকেল কলেজে (খুমেক) করোনাভাইরাস শনাক্তে স্থাপিত হয়েছে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) মেশিন। যার উদ্বোধন হবে কাল মঙ্গলবার বেলা ১২ টায়। এর পরেই মেশিনটি দিয়ে খুলনায় করোনা পরীা শুরু হবে। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন এমন তথ্য। তিনি জানান, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এই পিসিআর মেশিনটির উদ্বোধন করবেন। এর মধ্যে আনুষাঙ্গিক সব প্রস্তুতিই নিয়ে রেখেছে খুমেক। খুলনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. শাহনাজ পারভীন জানিয়েছেন, করোনা টেস্টের জন্য কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সকলকেই করোনা প্রশিণের আওতায় আনা হচ্ছে। এই সময়ে করোনা টেস্টের জন্য একজন বিশেষজ্ঞ খুলনায় থেকে সহযোগিতা করবেন। তিনি আরও জানিয়েছেন, খুমেকে ২৪০ পিস কিটস সংরতি আছে। নমুনা হাতে পাওয়ার পর করোনাভাইরাস পরীার জন্য সময় প্রয়োজন হবে সর্বোচ্চ ৩-৪ ঘণ্টা। এদিকে, গত ২ দিনে খুলনা থেকে করোনাভাইরাসে শনাক্ত করণে ৪৫টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। যার মাঝে ২২টির রিপোর্ট এসেছে। প্রতিটিতেই ফলাফল এসেছে নেগেটিভ। বাকি ২৩টির রিপোর্ট এখনও আসেনি বলে জানিয়েছেন ডা. সুজাত।