মাছের ড্রামে লুকিয়ে ‘শ্রমিকদের বাড়ি ফেরার’ ছবি ভাইরাল

0

লোকসমাজ ডেস্ক॥ মাছের খালি ড্রামে বাড়ির উদ্দেশে যাচ্ছেন একদল শ্রমিক- এমন একটি ছবি ভাইরাল হয়েছে ফেইসবুকে। রোববার যশোরের একটি পিকআপের ড্রামের ভেতরে কিছু লোকজনকে দেখা যায় তারা বসে আছেন। ফেইসবুকে অনেকে বলেন, বাড়ি যাওয়ার জন্য তারা মাছের খালি ড্রামে বসে আছেন। তবে তারা শ্রমিক কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। শনিবার হাজার হাজার শ্রমিক দেশে বিভিন্ন স্থান থেকে রাজধানীসহ তাদের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন।
করোনাভাইরাসের কারণে দেশজুড়ে গণপরিবহন বন্ধ থাকার বাধাও উপো করে জীবিকার তাগিদে তারা বিভিন্ন উপায়ে কর্মস্থলের দিকে ছুটতে থাকেন। করোনার কারণে ঘোষিত ছুটি শেষে রবিবার ছিল তাদের কাজে যোগ দেওয়ার দিন। তবে শনিবার রাতেই গার্মেন্টস মালিকদের সংগঠনের প থেকে রবিবার কারখানা বন্ধের সিদ্ধান্ত হয়। শনিবার করোনার ঝুঁকির মধ্যেও শ্রমিকদের দল বেঁধে কাজে ফেরার ঘটনায় সমালোচনা তৈরি হয়। যার প্রেেিত রবিবার সকাল থেকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। তবে বিকেলে কিছু ফেরি চলতে শুরু করলে তখন শ্রমিকরা এভাবে বাড়ি ফেরেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হলে বিকালে এ ঘটনা ঘটে বলে বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোর জানায়।