যশোর শহরে মানুষকে ঘরবন্দি রাখতে কঠোর অবস্থানে পুলিশ

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনায় বাস্তবায়নে এবার যশোরের পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। অহেতুক কেউ বাইরে ঘোরাঘুরি করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। ইজিবাইক ও রিকশা চলাচল করলেও পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেয়া হবে। তাছাড়া সোমবার থেকে ডিবি পুলিশ অ্যাকশনে নেমেছে। এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ কর্তৃপক্ষ।
পুলিশ প্রশাসনের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার মানুষকে ঘরবন্দি রাখতে নানা পদক্ষেপ নিয়েছে। মানুষের জীবন বাঁচাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু মানুষ এটি বুঝতে চাচ্ছেনা। অহেতুক মানুষ যশোর শহরের ঘোরাঘুরি করছে। তাই এখন আর ভদ্রভাবে বোঝানো নয়, মানুষের ভালোর জন্য অ্যাকশনে যেতে হচ্ছে। এ জন্য সোমবার থেকে যশোর শহরে ডিবি পুলিশকে নামানো হয়েছে। ডিবি পুলিশ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। অহেতুক কেউ বাইরে ঘোরাফেরা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিবি পুলিশ। এদিকে সোমবার যশোর শহরের পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে। চৌরাস্তা, সিভিল কোর্ট মোড় ও মণিহার এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ ইজিবাইক ও রিকশা অবস্থান করতে দিচ্ছেনা। চালকদের তাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করে দিতে দেখা গেছে।