কোভিড -১৯ আক্রান্তের ত্বকের উপসর্গ

0

লোকসমাজ ডেস্ক॥ চীনের উহান থেকে ২০১৯ সালের ডিসেম্বরে উদ্ভুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড ১৯ রোগটি নুতন। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রোগটি সমন্ধে গবেষণায় প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্যাদি এবং ধারণা পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত।
সাধারণত জ্বর, গলাব্যথা, কাশি, স্বাসকষ্ট পাশাপাশি মাংসপেশীর ব্যাথা এবং পেটের সমস্যা দেখা যায় কোভিড ১৯ আক্রান্ত রোগীর।
তবে সর্বশেষ গবেষণায় প্রাপ্ত ফলাফলে চোখ এবং ত্বকেও কোভিড ১৯ রোগের উপসর্গ থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
ইতালীর গবেষক ড. রুডি রিক্যালকিতির গবেষণায় ২০.৪% কোভিড ১৯ আক্রান্ত রোগীর ত্বকের উপসর্গের উপস্থিতি উল্লেখ করা হয়েছে।
কোভিড ১৯ আক্রান্ত রোগীর ত্বকে ৩ ধরনের লক্ষণ দেখা যেতে পারে।
*হাম বা ডেঙ্গি আক্রান্ত রোগীর মতো ছোপ ছোপ
*জলবসন্তের মতো জলীয় গোটা
*আর্টিকেরিয়া বা আমবাতের মতো লাল চাকা চাকা হয়ে ফুলে যাওয়া।