সারারাত না খেয়ে থাকা ভিক্ষুক পরিবারের পাশে দাঁড়ালেন শিক্ষক ফারুক মাস্টার

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) :
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ঘরে থাকা সরকারি নির্দেশ মেনে ভিক্ষা করতে বের হচ্ছেন না অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামে বসবাসকারী ভিক্ষুক মোহম্মাদ মোড়ল (৮০)। ঘরে খাবার না থাকায় রোববার রাতে তিন সদস্যের পরিবারের সবাই এক পর্যায়ে না খেয়ে রাত কাটান। এমন খবর জানতে পেয়ে একই পাড়ায় বসবাসকারী স্কুল শিক্ষক এসএম ফারুক আহমেদ সোমবার বাজারে গিয়ে তার নিজের পরিবারের সদস্যদের পাশাপাশি ভিক্ষুক ওই পরিবারের জন্য চাল, ডাল, আটা, লবন, আলু, ঝাল, পিয়াজ, তরিতরকারি কিনে এনে হত দরিদ্র ভিক্ষুক মোহম্মাদ আলীর হাতে পৌঁছে দেন। জানা যায়, ভিক্ষুক মোহম্মাদ আলী দীর্ঘদিন ধরে বুইকরা গ্রামের এক রিকশা চালকের বাড়িতে থেকে ভিক্ষাবৃত্তি করে তিন সদস্যের সংসার চালিয়ে আসছেন। ভিক্ষা করে তিনি তার একটি মেয়ে ও নাতি ছেলে রবিউল ইসলামকে নিয়ে খুব অসহায় অবস্থায় জীবন যাপন করে আসছেন। স্কুল শিক্ষক এসএম ফারুক আহমেদ জানান- নিজের বাড়ির সদস্যদের জন্য বাজার করে, যেটুকু আনন্দ উপলব্ধি করেছি, তার চেয়ে বেশি আনন্দ পেয়েছি ভিক্ষুক মোহম্মাদ মোড়লের পরিবারের জন্য বাজারঘাট করে দিয়ে। আমার যতটুকু সামর্থ্য হয়েছে ওই পরিবারকে আমি সামান্য সাহায্য করেছি মাত্র। সমাজে বিত্তবান মানুষগুলো এগিয়ে আসলে ভিক্ষুক মোহম্মাদ মোড়লের মতো হতদরিদ্র মানুষদের আর না খেয়ে হয়তো থাকতে হবে না।