ঝিকরগাছা উপজেলা প্রশাসনের জরুরীসভা অনুষ্ঠিত

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ চলমান করোনা ভাইরাস প্রতিরোধ এবং দেশের বর্তমান পরিস্থিতে ঝিকরগাছা উপজেলার দুস্থ ও পরিস্থিতির শিকার মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়ার জন্য সোমবার সকালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাাী, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, প্রেসকাবের সভাপতি এমামুল হাসান সবুজসহ উপজেলার ১১ টি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানগন, সচিবগন, সকল ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাগন। জরুরী সভায় দল মতের উর্দ্ধে উঠে যেকোন পরিস্থিতিতে দুঃস্থ , অসহায় মানুষের পাশে থাকবার জন্য সকলের দৃষ্টি আকর্ষন করেন এমপি নাসির উদ্দিন। এসময় সরকারী সহায়তার পাশাপাশি উপজেলায় দুঃস্থদের জন্য ব্যক্তিগতভাবে দান করার জন্য একটি ফান্ড গঠন করা হয়েছে। যেখানে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যানবৃন্দ, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল তাদের এক মাসের বেতন ভাতা জরুরী সভায় উপজেলার উক্ত ফান্ডে দেয়ার ঘোষনা দেন। এছাড়া ঝিকরগাছা ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন ৫০ হাজার, নাভারন ইউনিয়ন চেয়ারম্যান শাহাজান আলী ২৫ হাজার, হাজিরবাগ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ২০ হাজার নগদ টাকাসহ উপস্থিত অন্যান্য চেয়ারম্যানগন, সরকারী কর্মকর্তাগন পর্যায়ক্রমে তাদের সহায়তা উপজেলার খাদ্য সহায়তা ফান্ডে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।