যশোরে গৃহবন্দি শ্রমজীবীদের পাশে বসুন্ধরা গ্রুপ

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি অসহায় শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের মধ্যেসহ সারা দেশব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার করার পর থেকে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষরা। দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি এই কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা সিমেন্ট। গ্রুপের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর’র নির্দেশনায় বসুন্ধরা সিমেন্টের পরিবেশক ও কর্মকর্তারা এসব মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি বিভিন্ন খাদ্যসামগ্রী ও স্যানিটাইজার বিতরণ অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় শনিবার (৪ এপ্রিল) যশোরে শতাধিকের ওপরে কর্মহীনদের চাল, ডাল, তেল, আটা, লবণ, আলুসহ স্যানিটাইজার হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের পরিবেশক আশ্রাফুল ইসলাম লিটন, মো. আব্দুল কাদের ও মোশারফ হোসেন।