খাজুরায় অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়া উপজেলার ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক তরুণ যুবনেতা রাকিব হাসান শাওনের তিন সহ¯্রাধিক খাদ্য বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। রবিবার দিনব্যাপী খাজুরার বন্দবিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলমান করোনা পরিস্থিতিতে সহ¯্রাধিক ঘরবন্দি শ্রমজীবী ও স্বল্প আয়ের পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন। এর আগে শনিবার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ত্রাণ তহবিলে খাদ্য প্রদান করে বৃহৎ এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দীন আল আজাদ, সহকারী প্রোগ্রামার (আইসিটি) অজয় কুমার পাল, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সদস্য এসএকে শামছুদ্দীন।
বিকেলে রায়পুর, আজমেহেরপুর, পুনিহার মোড়, খাজুরার পুলেরহাট, গাইদঘাট, প্রেমচারা, ভবানীপুর, কেষ্টপুর, মথুরাপুর, তেলীধান্যপুড়াসহ বিভিন্ন পথে প্রান্তরে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন রাকিব হাসান শাওন। প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, মরিচ ও হাত ধোবার সাবান। দুঃসময়ে এ খাদ্য সহায়তা পেয়ে খুশি নি¤œ আয়ের মানুষ। তার এ কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।