রামপালে সন্তানের মারপিটে বৃদ্ধ পিতা আহত, থানায় মামলা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ পিতাকে মারপিটের ঘটনায় রামপাল থানায় বাদী হয়ে সন্তানের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন হতভাগ্য পিতা শিকদার ইশারাত আলী (৬৮)। জানা গেছে, উপজেলার কাঠামারী গ্রামের মৃত রাহেন উদ্দিন শিকদারের পুত্র ইশারাত আলী গোনাব্রীজ বাজার এলাকায় স’ মিলের ব্যবসাসহ অন্যান্য ব্যবসা করে আসছেন। থার ঔরষজাত অবাধ্য সন্তান মোঃ খলিলুর রহমান মিঠু (৪৫) দীর্ঘ দিন ধরে উশৃঙ্খল জীবন যাপন করে আসছে। এক পর্যায়ে তার পিতাকে বিভিন্ন সময় ভয়ভীতি দিয়ে লক্ষ লক্ষ টাকাসহ জমি-জমা হাতিয়ে নেয়। সে পূর্বে আরও কয়েকবার সন্ত্রাসী দিয়ে কয়েক দফা মারপিট করে আহত করে। ঘটনার দিন গত ১৭ই মার্চ বিকাল অনুমান সাড়ে ৫ টায় গোনাব্রীজ বাজার সোহাগের দোকানের সামনে পুনরায় টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করায় হতভাগ্য পিতা বৃদ্ধ ইশারাত আলীকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এসময় বৃদ্ধ ইশারাত আলীর ভাড়া দেওয়া কয়েকটি দোকানে হামলা করে ভাংচুর করে ২০ লক্ষাধীক টাকার ক্ষতি করে। এ ব্যাপারে অভিযুক্ত মোঃ খলিলুর রহমান মিঠুর মুটোফোনে কথা হলে তিনি পিতাকে মারপিটের ঘটনা স্বীকার করে বলেন, আমার চরম অন্যায় হয়েছে। আমি বড় ভুল করেছি এবং পিতার কাছে ক্ষমা চাইবো। এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।