মহেশপুরে পৌর মেয়রের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

0

মহেশপুর (ঝিনাদহ) সংবাদদাতা॥ করোনা ভাইরাস মোকাবেলায় মহেশপুর পৌরসভা থেকে অতিদরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত, কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সোমবার সকালে নওদাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে মহেশপুর পৌরসভাধীন ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের ৩৭৯জন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, কাউন্সিলর রুহুল আমিন মিন্টু, আব্দুস সালাম, সোহাগ খাঁন, আব্দুল কাদের, নজরুল ইসলাম প্রমুখ। ত্রাণ সামগ্রী বিতরণকালে মেয়র করোনা ভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন, ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যসের্বা মেনে চলুন।