চুয়াডাঙ্গায় সরকারি বেসরকারি পর্যায়ে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় কর্মহীন মানুষের মধ্যে সরকারি-বেসরকারি, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায় থেকে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। রবিবার বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে ১৩১ জন কর্মহীন মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সহায়তা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। এর আগে শনিবার রাত ৮টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮৫ জন নরসুন্দরের (নাপিত) মধ্যে সরকারি খাদ্য সহায়তা বিতরণ করা হয়। রাহেলা খাতুন গার্লস একাডেমী চত্বরে এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান প্রমুখ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনা প্রার্দূভাবের পর চুয়াডাঙ্গা জেলায় ৪০০ মেট্রিক টন চাল এসেছে। পূর্বে ছিলো ২০৮ মেট্রিক টন। নগদ অর্থ সহায়তা এসেছে ১৫ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্য থেকে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৭ হাজার ৫০০ পরিবারের মধ্যে।