করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ২৫৬ টি ডিম দিয়েছে দুটি কচ্ছপ

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিলুপ্ত প্রজাতির বাটাগুর বাসকার আরও একটি ‘মা’ কচ্ছপ শুক্রবার সকালে ২১ টি ডিম দিয়েছে। এ নিয়ে চলতি মাসে দু দফায় দুটি কচ্ছপ ৫৬ টি পেড়েছে প্রজনন কেন্দ্রের পুকুরপাড়ে। গত ১০ মার্চ প্রথমে ৩৫টি ডিম দেয় একটি মা কচ্ছপ। পরে শুক্রবার সকালে ২১ টি ডিম দেয় অপর আরেকটি কচ্ছপ। এ সকল ডিম সংরণ এবং বালির ভেতরে রাখা হয়। বিলুপ্ত প্রজাতির এ কচ্ছপ সংরণে ২০১৭ সালে সুন্দরবনের করমজলে ৪টি পুরুষ ও ৪টি স্ত্রী কচ্ছপ নিয়ে বাটাগুর বাসকার প্রজনন কেন্দ্রটি গড়ে তোলা হয়। একই বছর ২টি কচ্ছপ ৬৩ টি ডিম পাড়ে এবং ৫৭টি বাচ্চার জন্ম হয়। ২০১৮ সালে ৪৬ টি ডিম থেকে ২১ টি বাচ্চার জন্ম হয় বাটাগুর বাসকার। ২০১৯ সালে একটি কচ্ছপ ৩২ টি ডিম পাড়ে ও ৩২ টি বাচ্চাই ফোটে। সর্বশেষ শুক্রবার এবং ১০ মার্চ দু দফায় প্রজনন কেন্দ্রের পুকুরপাড়ে দেয়া কচ্ছপের ডিমগুলো উঠিয়ে বালির ভেতরে ইনকিবেশনে রাখা হয়েছে। আগামী ৬৫/৬৭ দিন পর এ ডিম থেকে বাচ্ছা পাওয়া যাবে বলে জানিয়েছেন কমরজল বণ্যপ্রাণী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির। এ কেন্দ্রে ছোট-বড় মিলিয়ে ২৫২ টি বাটাগুর বাসকা কচ্ছপ রয়েছে।